← কলকাতা বিভাগে ফিরে যান
হাইকোর্টেও নৈতিক জয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের, পরীক্ষা অফলাইনেই
অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে অফলাইন পরীক্ষার পক্ষে রায় দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও । তার পর আবেদন জানায় পড়ুয়ারা ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের রায়কে মঙ্গলবার বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা জানাতে হবে পরীক্ষা নিয়ামককে, আজ নিজেদের দিয়েছে ডিভিশন বেঞ্চ। পড়ুয়ারা হাইকোর্টে অভিযোগ করেছিল, যেহেতু প্রায় ৬ মাস কোনও ক্লাসই হয়নি, সে কারণে সিলেবাস শেষ হয়নি। তাই পরীক্ষা নেওয়া হোক অনলাইনে। কিন্তু এবার ডিভিশন বেঞ্চও রায় দিল, পরীক্ষা অফলাইনেই হবে।