দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় দেশের বাড়ল অ্যাকটিভ কেস, একদিনে মৃত ১৯ জন

July 5, 2022 | < 1 min read

দেশে করোনা ভাইরাসের চোখ রাঙানি যেন কমলেও যেন চলে যাচ্ছে না। দেশের একাধিক রাজ্যে ফের সংক্রমণ মাথাচাড়া দিল। মঙ্গলবারের পরিসংখ্যান বলছে দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু, পজিটিভিটি রেট ইত্যাদি কিছুটা এদিন কমেছে।

দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ১৬,১০৩ জন। মৃত ১৯ জন। হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেস। মঙ্গলবার অ্যাকটিভ কেস হল ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫ ।

সোমবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোন থেকে সুস্থ হয়েছেন ১২,৪৫৬ জন। সুস্থতার হার শতকরা ৯৮.৫৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার কবল থেকে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার ৯৩৩। মোট মৃতুর সংখ্যা ৫,২৫, ২৪২ জন এবং দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona, #Corona Update, #India Fights Corona, #covid19

আরো দেখুন