বিজেপিতে আর কতজন জঙ্গি লুকিয়ে, কটাক্ষ তৃণমূলের
জম্মুতে ধৃত দুই লস্কর জঙ্গি। তাদের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী। এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে রিয়াসিতে। রবিবার গ্রামবাসীদের উদ্যোগে ধরা পড়েছেন দুই লস্কর জঙ্গি। এর পর পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত লস্কর জঙ্গি তালিব হুসেন শাহ ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। জম্মুতে দলের সংখ্যালঘু মোর্চারও নেটমাধ্যমের ইন-চার্জ ছিলেন তালিব।
স্বাভাবিকভাবেই এক লস্কর জঙ্গি দলের পদাধিকারী হওয়াতে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। অস্বস্তিতে রয়েছে গোটা শীর্ষ নেতৃত্ব। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। দলের তরফে কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরকে। ঘাসফুল শিবিরের প্রশ্ন, আর কতজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বিজেপিতে?
সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে (Amit Malviya) কটাক্ষ করে টুইট করা হয়। লেখা হয়, “এখন জেহাদিরা বিজেপির আইটি সেলের সদস্য। অমিত মালব্য তাদের নিয়োগ করছে। এমনকী, সন্ত্রাসবাদীরা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের অনুষ্ঠানেও যোগ দিচ্ছে।”
তৃণমূলের দাবি, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জাতীয় নিরাপত্তা নিয়ে বিজেপি মোটেও চিন্তিত নয়।