এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচন? ৬ মাসের মধ্যে গ্রাম বাংলায় কাজ শেষ করার নির্দেশে জল্পনা
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, বছর ঘুরলেই গ্রামে গ্রামে বাজবে নির্বাচনের দামামা। আবার পঞ্চায়েত ভোট এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কর্মীসভা থেকে দ্রুত পঞ্চায়েতের বকেয়া কাজকর্ম মিটিয়ে ফেলার নির্দেশ দিতে বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই নির্দেশই এল সরকারিভাবে। সূত্রের খবর আগামী ছয় মাসের মধ্যে পঞ্চায়েতের সমস্ত ধরণের প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চায়েতস্তরে গ্রামীণ এলাকায় সব ধরণের কাজ ওই নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিবের এই নির্দেশের পরেই নানান মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কী পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে।
নির্ধারিত সময় ভোট হলে, আগামী বছরের মে মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যেই পঞ্চায়েতের বকেয়া কাজ শেষ করতে চাইছে রাজ্য। এতেই পঞ্চায়েত ভোট এগিয়ে আসার জল্পনা তৈরি হয়েছে।
সোমবার ৪ জুলাই রাজ্যে মুখ্যসচির গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, বাড়ি, শৌচালয় ইত্যাদি নির্মাণের প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। একশো দিনের কাজেও গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পঞ্চায়েতের গ্রামসভা এবং পঞ্চায়েত কর্মীদের সক্রিয় হতে বলা হয়েছে। বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামসভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ গ্রামসভাগুলির কাছে চলে গিয়েছে।
প্রসঙ্গত, নির্ধারিত সময়ে পঞ্চায়েত ভোট হলে তা মে মাসে হওয়ার কথা। ভোটদাতাদের গরম থেকে রেহাই দিতে চাইছে রাজ্য সরকার? পঞ্চায়েত ভোট এগিয়ে আনতেই কি দ্রুত উন্নয়নের কাজ সম্পন্ন করতে উদ্যোগী রাজ্য? সে প্রশ্ন থেকেই যায়।