দেশ বিভাগে ফিরে যান

বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী! উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী দেবে বিরোধী শিবির

July 5, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: News NCR

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সম্মুখ সমরে বিজেপি ও বিরোধী শিবির। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনেও জমি ছাড়তে নারাজ বিরোধী দলগুলি। এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার দিল্লিতে পৌঁছালেই বিরোধী জোটের প্রার্থী নিয়ে আলোচনা শুরু হতে পারে, এমনটাই খবর বিশ্বস্ত সূত্রে।

রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমত্যর মাধ্যমে যশোবন্ত সিনহাকে প্রার্থী করে বিরোধী জোট। প্রাক্তন বিজেপি নেতাকে প্রার্থী হিসেবে মেনে নেয় বামদলগুলিও। এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনেও সব দলের ঐক্যমতেই প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত কয়েক সপ্তাহে অনেকটাই বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলের প্রভাব পড়েছে জাতীয় রাজনীতিতে। তাই, বিরোধী ঐক্য যে বজায় আছে, সেটাই এখন বোঝাতে চাইছে সব দল।

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission)। তারপরই তোড়জোড় শুরু হবে বলে মনে করা হচ্ছে। বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জল্পনা চলছে মুখতার আব্বাস নকভিকে নিয়ে। এমতাবস্থায় বিরোধীরা কাকে প্রার্থী করে, সেটাই দেখতে মুখিয়ে আছে গোটা দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition, #candidate, #vice president, #Vice President of India

আরো দেখুন