দেশ বিভাগে ফিরে যান

করোনা দমনে দিশাহীন শিন্দে সরকার, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত বাড়ল ১০৩ শতাংশ

July 6, 2022 | < 1 min read

দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৬ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন। গতকালের তুলনায় যা বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ২১২। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৬ শতাংশ।

এর মধ্যে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ খুব উদ্বেগজনক। একদিনে সেই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১০৩ শতাংশ বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে করোনা দমনে নতুন সরকার সম্পূর্ণ দিশাহীন। রাজনীতির মারপ্যাঁচে, ভুগছে সাধারণ মানুষ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৭০। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫,৩৯৪ জন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Covid Update, #India Fights Corona, #Corona Virus

আরো দেখুন