রাজ্য বিভাগে ফিরে যান

২২ দিনে ১০ লক্ষ মানুষের বিকল্প কর্মসংস্থান, মোদী সরকারের বঞ্চনার জবাব বাংলার

July 6, 2022 | 2 min read

মোদী সরকারের বঞ্চনার পাল্টা জবাব দিল বাংলা। মঙ্গলবার, ৫ জুলাই পর্যন্ত মাত্র ২২ দিনের মধ্যেই ১০ লক্ষেরও বেশি জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ৮৮ কোটি টাকার বেশি মজুরি দিয়েছে রাজ্য। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গ্রামের মানুষের জন্যে বাংলার মোট ২৬টি দপ্তর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। 

ডিসেম্বর ২০২১ থেকে বিগত ৬ মাস ধরে বাংলাকে ১০০ দিনের কাজের মজুরি দিচ্ছে না মোদী সরকার। রাজ্যের পাওনা মজুরির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। সব মিলিয়ে ১০০ দিনের কাজ প্রকল্প বাবদ মোদী সরকারের কাছে এ রাজ্যের পাওনা সাত হাজার কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েও লাভ হয়নি।

১০ জুন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারপরেই, রাজ্যের বিভিন্ন দপ্তর জবকার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করতে নিজেদের মধ্যে সমন্বয় কাজ শুরু করে। কৃষি, কৃষি বিপণন, প্রাণী সম্পদ বিকাশ, অর্থ, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, বন, পূর্ত, পরিবহণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, উচ্চশিক্ষা, আবাসন এবং জনস্বাস্থ্য কারিগরির মতো মোট ২৬টি দপ্তর জবকার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছে বলেই জানা যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সর্বাধিক বিকল্প কর্মসংস্থানের সন্ধান দিয়েছে। মাত্র ২২দিনে ১০, ৭৪০টি স্কিমের অধীনে ৮ লক্ষ ৮৪ হাজার ৯৫৮ জনকে কাজ পেয়েছেন। মজুরি বাবদ ৬৫ কোটি ২২ লক্ষ ৮৪ হাজার ৪৭ টাকাও দেওয়া হয়েছে।১১ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৫৪৮ টাকার মজুরি দিয়ে মজুরি প্রদানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের পূর্তদপ্তর। স্কুল শিক্ষা দপ্তর ৬০,২৭৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

জবকার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পূর্ব বর্ধমান। জেলায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯০১ জন কাজ পেয়েছেন। পূর্ব বর্ধমানের পরে দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি। সেখানে ১ লক্ষ ২৪ হাজার ৬১৮ জন মানুষ কাজ পেয়েছেন। মজুরির নিরিখে এগিয়ে মুর্শিদাবাদ, ১৪ কোটি ৭৫ লক্ষ ৮৮ হাজার ৫৮ টাকা) মজুরি দেওয়া হয়েছে ওই জেলায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়ের কথায়, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমেই মোদী সরকারের বঞ্চনার জবাব দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্যের জবকার্ড হোল্ডারদের জন্য এভাবেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলা।    

TwitterFacebookWhatsAppEmailShare

#jobs, #employment, #Panchayat Dept, #wages, #job card holder, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন