রাজ্য বিভাগে ফিরে যান

দলবদলের জের, অর্জুনের নিরাপত্তা প্রত্যাহার করল মোদী সরকার

July 6, 2022 | < 1 min read

অর্জুন সিংহের জন্য বরাদ্দ কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল। মে মাসের শেষের দিকে বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাহলে কি দল বদলের জন্যই তাঁর নিরাপত্তায় কোপ পড়ল?

দু’বছর গেরুয়া শিবিরে কাটানোর পর মে মাসে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ‘ঘর ওয়াপসি’ ঘটেছিল তাঁর। প্রায় দেড় মাস পর বুধবার সকালে অর্জুন সিংহ আচমাকাই একটি নোটিস পান, আজ থেকেই প্রত্যাহার করা হচ্ছে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা।

এই নোটিস পাওয়ার পর কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন অর্জুন। দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘আমি তো একজন জনপ্রতিনিধি। আমার তো নিরাপত্তা লাগবেই। জেড ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রই দিয়েছিল। তুলে নেওয়ার জন্যই কি দিয়েছিল? আমি এসব জানতেই হাইকোর্টে যাব বলে ঠিক করেছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Arjun singh, #Modi Government

আরো দেখুন