দেশ বিভাগে ফিরে যান

শারীরিক অবস্থার আরও অবনতি, আংশিক কোমায় লালুপ্রসাদ যাদব

July 7, 2022 | < 1 min read

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার রাতেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এই বর্ষীয়ান রাজনীতিবিদ বর্তমানে আংশিক কোমায় চলে গিয়েছেন।

রবিবার পাটনার সার্কুলার রোডের বাড়িতে পড়ে গিয়ে ডান কাঁধের হাড় ভাঙে বর্ষীয়ান এই নেতার। এছাড়াও দীর্ঘদিন ধরে কিডনির সস্যায়, নিউমোনিয়ায়ও ভুগছিলেন তিনি।

মঙ্গলবার রাতে আরজেডি’র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, বেশ কিছু জটিলতা থাকলেও প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে।

বুধবার দিল্লিতে উড়িয়ে যাওয়ার আগেই প্রবীণ এই রাজনীতিবিদের সঙ্গে দেখা করতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

TwitterFacebookWhatsAppEmailShare

#RJD, #lalu prasad yadav, #delhi, #Delhi AIIMS

আরো দেখুন