← রাজ্য বিভাগে ফিরে যান
কালী বিতর্কে কথা বলার অধিকার নেই বিজেপির, কটাক্ষ তৃণমূলের
সম্প্রতি ‘কালী’ ছবির পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই ইস্যুতে বিজেপিকে একহাত নিল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গাকে তীব্র অপমান করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন তাঁর পিতৃপরিচয় নিয়ে। তাই বিজেপির এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই বলেই জানিয়েছেন কুণাল।
উল্লেখ্য, ‘কালী’ তথ্যচিত্রের পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে গেরুয়াশিবির। তাদের এহেন আচরণের সমালোচনা করে কুণাল ঘোষ বলেন, “বিজেপি বা দিলীপ ঘোষের কোনও কিছু বলার অধিকার নেই। কারণ তিনি এর আগে মা দুর্গাকে অপমান করেছেন।”
সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের পুরনো একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে দেবী দুর্গার পরিবারের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দিলীপ ঘোষ বলেছিলেন, “মা দুর্গার ১৪ পুরুষের কোনও ঠিকানা নেই।”