রাজ্য বিভাগে ফিরে যান

জনসংযোগে গিয়ে মুখ পুড়ল লকেটের, মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা সাধারণ মানুষের

July 8, 2022 | < 1 min read

ছবি সৌঃ এনডিটিভি

বিজেপির দলীয় কর্মসূচিতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, তা জানতে বৃহস্পতিবার সিঙ্গুরের সিংহের ভেড়ির ২২ নম্বর বুথে গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়েছিলেন তিনি। আর তাতেই গৃহবধূরা তাঁর কাছে কার্যত ক্ষোভ উগরে দিলেন।

কেন গ্যাসের দাম এত বাড়ছে, কেন উজ্জ্বলা যোজনার সুবিধা মিলছে না? এমনই নানা প্রশ্নে তাঁকে জর্জরিত হতে হল। প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে না পারলেও অবশ্য তাঁদের অভিযোগের সুরাহার আশ্বাস দিলেন বিজেপি সাংসদ।

গ্রামবাসীরা বলেন, গ্যাস ছাড়া জীবন অচল। উজ্জ্বলা প্রকল্পে গ্যাস পাচ্ছেন কিনা, সাংসদের প্রশ্নের উত্তরে জানান, লকডাউনের (Lockdown) সময় একবার তাঁদের মধ্যে ওই প্রকল্পে কেউ কেউ একটা গ্যাস পেয়েছিলেন। অনেকে আবার সেটাও পান নি বলে অভিযোগ করেন। পাশাপাশি কেরোসিন তেলের মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। কেন কেরোসিন তেল ৪০ টাকা থেকে ১০০ টাকায় পৌঁছে গেল, সরাসরি সেই প্রশ্ন তোলা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Locket Chatterjee, #common people

আরো দেখুন