উত্তরপ্রদেশের সীতাপুরে দায়ের হওয়া মামলায় জামিন পেলেন জুবের
জামিন পেলেন মহম্মদ জুবের। উত্তরপ্রদেশের সীতাপুরে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত মহম্মদ জুবেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিল। গ্রীষ্মকালীন ছুটি থাকা সত্ত্বেও শুক্রবার ৮ জুলাই শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরীর বিশেষ বেঞ্চ জুবেরের মামলা শোনেন।
প্রসঙ্গত, দীর্ঘদিনের পুরোনো একটি টুইটের পরিপ্রেক্ষিতে অলট নিউজের সহপ্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে গ্রেপ্তার করা হয়েছিল। জুবেরের পক্ষে আদালতে লড়েন তার আইনজীবী কলিন গনসালভেজ।
প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীদের “বিদ্বেষপরায়ণ” বলার কারণে জুবেরের এফআইআর নথিভুক্ত হয়েছে, তা বাতিল করার আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দারস্থ হয়েছিলেন মহম্মদ জুবের। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট জুবেরের আবেদন গ্রহণ করতে অস্বীকার করায়, এলাহাবাদ হাইকোর্টের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জুবের৷ দেশের সর্বোচ্চ আলাদতের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিমকোর্ট জরুরিভিত্তিতে সেই আবেদন নিয়েও পদক্ষেপ নিতে শুরু করেছে। ওই আবেদনের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পুলিশকে আদালতের তরফে নোটিশও দেওয়া হয়েছে।