ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৮, ৮১৫, উদ্বেগ দেশজুড়ে
দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮,৮১৫ জন। গতকালের তুলনায় যা একটু কম। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৩৩৫। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার ০.২৮ শতাংশ। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫,৮৯৯ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ।