← দেশ বিভাগে ফিরে যান
গত ২৪ ঘন্টায় সংক্রমণ, অ্যাকটিভ কেস বৃদ্ধির পাশাপাশি বাড়লো করোনায় মৃতের সংখ্যাও
দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘন্টায় সংক্রমণ ও অ্যাকটিভ কেস বৃদ্ধির পাশাপাশি আবার বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.১৪ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ২৮ জন। একদিনে করোনায় মৃত ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,১০৪ জন। সুস্থতার হার এখন ৯৮.৫১ শতাংশ।