চাকরি নিয়ে দুর্নীতি: সিআইডি এড়াচ্ছেন কল্যাণীর অভিযুক্ত বিজেপি বিধায়কের পুত্রবধূ
কল্যাণীর এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নিজের পুত্রবধূ অনুসুয়া ঘোষকে প্রভাব খাটিয়ে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি শুক্রবার তলব করেছিল অনুসূয়াকে।
কিন্তু তিনি এদিন সিআইডি দপ্তরে যান নি। তাঁর তরফে সিআইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য আরও দশদিন সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রভাব খাটিয়ে কল্যাণীর এইমসে নিজের লোকেদের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি’র দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট আট জনের বিরুদ্ধে। যা নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। কল্যাণী থানার পুলিশ ওই আট জনের বিরুদ্ধে যাবতীয় নথীপত্র সিআইডি’র হাতে আগেই তুলে দিয়েছে। শুক্রবার সিআইডি’র এক প্রতিনিধি দল হরিণধাটায় ঈশানী জানা নামে এক মহিলার বাড়ি যায়। ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে সিআইডি’র ওই প্রতিনিধি দল। সেখান থেকে তারা এইমসে গিয়ে কতর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।