রাজ্য বিভাগে ফিরে যান

অমরনাথের পথে আটকে রাজ্যের পর্যটকরা , কন্ট্রোল রুম খুলল নবান্ন

July 9, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Sajad Hameed

শুক্রবার বিকেলে অমরনাথ গুহার কাছে cloud burst বা মেঘভাঙা বৃষ্টিতে মারা গেছেন ১৫ জনের ওপর মানুষ, খোঁজ নেই বহু তীর্থযাত্রীর। সেখানে ক্যাম্পে আটকে পড়েছেন অনেকে। বাঙালি পর্যটকদের সাহায্যার্থে নবান্নে কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার। জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে এই নিয়ে যোগাযোগ রাখছে নবান্ন। শনিবার টুইট করে রাজ্যের জনগণকে এই অর্থে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার টুইট করে অমরনাথের ঘটনায় শোকবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, অমরনাথের প্রাকৃতিক দুর্যোগে শোকাহত এবং বিস্মিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। চালু হয়েছে কন্ট্রোল রুম যার নম্বর 033- 22143526।

জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, বাংলার ২১ পর্যটক আটকে রয়েছে অমরনাথে। তাদের মধ্য়ে ১৫ জন হাওড়ার বাসিন্দা।

দুর্গতদের পরিবার সবরকম সাহায্য পাবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #Amarnath Yatra, #Control Room, #Pilgrims, #Amarnath cloudburst

আরো দেখুন