খেলা বিভাগে ফিরে যান

বাংলা ছেড়ে ত্রিপুরায় গেলেন ঋদ্ধি, হচ্ছেন সে রাজ্যের মেন্টরও

July 9, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ ICC

অভিমানে বাংলা ছেড়ে শেষ পর্যন্ত ত্রিপুরা ক্রিকেটে সই করলেন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ক্রিকেট খেলার পাশাপাশি সে রাজ্যের ক্রিকেটারদের মেন্টরও হবেন তিনি।

এক সপ্তাহ আগে গত শনিবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে (CAB) নো অবজেকশন সার্টিফিকেট (NOC) তুলেছিলেন ঋদ্ধিমান। এক সপ্তাহে নিজের ব্যবস্থা নিজেই ঠিক করে ফেললেন ঋদ্ধি। শুক্রবার সরকারি ভাবে ত্রিপুরার ক্রিকেট সংস্থায় নাম লেখালেন তিনি।

সিএবি’র সঙ্গে সম্পর্ক খারাপ অনেকদিন ধরেই। নানা বিষয় নিয়ে মনোমালিন্য বেড়েই গিয়েছিল দিনে দিনে। একেবারে শেষের দিকে রনজি দলের নকআউট দলে তাঁকে জিজ্ঞেস না করে রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ঋদ্ধি। এর জেরেই বোধহয় বাংলা ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তিনি। এবার ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন এককালে বাংলা দলের এই খেলোয়াড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAB, #Wriddhiman Saha, #Cricket, #tripura

আরো দেখুন