← রাজ্য বিভাগে ফিরে যান
আদালতে মামলার নিস্পত্তি হলেই হবে শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী
রাজ্যের সরকারি স্কুলগুলিতে বহু দিন ধরেই শিক্ষক নিয়োগ হয়নি। মামলার পর মামলা। স্কুল শিক্ষক নিয়ে জট কিছুতেই যেন কাটছে না। এই পরিস্থিতির মধ্যেই দ্রুত শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। তারা সেই মতো প্রস্তুতিও নিচ্ছে। আদালতের নির্দেশ পেলেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।
শুক্রবার তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘আমরা দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলগুলিতে তৈরি হওয়া শূণ্যপদ পূরণ করতে চাইছি। ঢেলে সাজাতে চাইছি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে। কিন্তু এই মুহূর্তে সার্ভার রুম বন্ধ থাকায় কাজের সমস্যা হবে। আমরা আশা করি, মহামান্য আদালত সুবিচার করবেন।’’