← দেশ বিভাগে ফিরে যান
অমরনাথের cloud burst-এ মৃত্য বেড়ে ১৫, নিখোঁজ প্রায় ৪০
১৫ তে বেড়ে দাঁড়াল অমরনাথে মৃতের সংখ্যা। উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অন্তত ৪০ জন তীর্থযাত্রী নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেলে আচমকাই cloud burst বা মেঘভাঙা বৃষ্টি নামে অমরনাথে। অন্তত ২৫টি শিবির জলের তোড়ে ভেসে যায়। বহু তীর্থযাত্রীর খোঁজ এখনও মিলছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়।
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, শুক্রবার প্রায় ১২ হাজার ভক্তের সমাগম ঘটেছিল। আচমকাই নামে মেঘভাঙা বৃষ্টি। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তুমুল বৃষ্টির ফলে অমরনাথ গুহার কাছে জল নেমে আসে।
প্রশাসন আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছে অমরনাথ যাত্রা। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকালই ফের যাত্রা শুরু হবে বলে জানা যাচ্ছে।