রাজ্য বিভাগে ফিরে যান

উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ছ’টি সেন্টার অফ এক্সেলেন্স গড়ছে রাজ্য

July 9, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ pbssd

রাজ্য জুড়ে পরিকাঠামো এবং দক্ষ কর্মচারীর প্রয়োজন। সেই কারণে রাজ্য জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি রাজ্যের তরুণ-তরুণীদের দক্ষতা বাড়ানোরও চেষ্টা চালানো হচ্ছে। তার জন্য বিভিন্ন শিল্পক্ষেত্রে নিয়োগের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে, রাজ্য সরকার ছ’টি সেন্টার অফ এক্সেলেন্স গড়ছে রাজ্য। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে থাকবে এই প্রকল্প।

রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে এই সেন্টারগুলি গড়ে উঠবে। চা, সৌরবিদ্যুৎ, ই-ভেহিকেল, তথ্যপ্রযুক্তি, সিএনসি মেশিন ও এলিভেটর শিল্পের জন্য এই সেন্টার অফ এক্সেলেন্সগুলি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। যেমন, ক্যানিং পলিটেকনিকে সৌরবিদ্যুৎ, ডায়মন্ডহারবারে ইলেক্ট্রিক গাড়ি, হাওড়ার দাসনগরে এলিভেটর, বেহালায় তথ্যপ্রযুক্তি এবং উত্তরবঙ্গের নাগরাকাটায় চায়ের সেন্টার অব এক্সেলেন্স গড়ে উঠবে। একাধিক শিল্প সংস্থা ও রাজ্য সরকার যৌথভাবে এই কেন্দ্রগুলি চালাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#centre of excellence, #utkarsha bangla

আরো দেখুন