লক্ষ্য ২০২৪, দেশজুড়ে জমি শক্ত করতে বাবুল-মুকুল-কীর্তিকে মুখপাত্র নিয়োগ তৃণমূলের
লক্ষ্য ২০২৪, তাই দেশজুড়ে শক্ত জমি তৈরিতে জোর দিচ্ছে জোড়াফুল। জাতীয়স্তরে নানা ক্ষেত্রে তৃণমূলে হয়ে গলা ফাটানোর জন্য, আরও তিন নেতাকে জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব পেলেন বালিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, খ্যাতনামা ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ এবং মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।
লোকসভা নির্বাচনের আগে তিনজনের দায়িত্বপ্রাপ্তিকে খুব গুরত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। মুখপাত্রের দায়িত্ব পেয়েই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বাবুল সুপ্রিয়। নিজের সেরাটা দিয়েই দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলেও টুইটে লেখেন বাবুল।
প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে বিগত বছর সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বাবুল। বাবুল সাংসদ পদেও ইস্তফা দেন। বিগত বছরেই নভেম্বরে প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ কীর্তি আজাদ নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন। গত বছরই মেঘালয়ের কংগ্রেস নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও তৃণমূলের পতাকা ধরেছিলেন।