দেশ বিভাগে ফিরে যান

রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু, মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে: অমর্ত্য সেন

July 10, 2022 | < 1 min read

আগেই বলেছিলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতো, এবার শনিবার মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনের বাড়িতে কোভিড আক্রান্ত অর্থনীতিবিদ এক ভিডিও বার্তায় দাবি করেন, রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে।

শনিবার এক বেসরকারি সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন অমর্ত্য সেন। সেখানে সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, ”ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এদেশের হিন্দু ও মুসলমানের সহাবস্থানে ফাটল ধরানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য।” তিনি আক্ষেপ করেন, দেশে স্বাধীন চর্চায় কোপ পড়ছে বলেও।

ভিডিও বার্তায় তিনি বলেন, ”স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরে রাখা হত। তখন আমি তরুণ। এরপর দেশ স্বাধীন হল। কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে।”

এদিন ভিডিও বার্তায় অমর্ত্য সেন বলেন, তিনি চান দেশ ঐক্যবদ্ধ থাকুক। এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার। এখানে তিনি কোনও বিভাজন চান না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amartya Sen, #Hindu, #Muslim, #Modi Government

আরো দেখুন