কলকাতা বিভাগে ফিরে যান

এবার ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে থাকতে পারেন অধ্যাপকরাও

July 10, 2022 | < 1 min read

কোভিডের লকডাউনের কারণে ২০২০ আর ২০২১, এই দু’বছর কলকাতার ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবছর রাজ্যের প্রত্যেক প্রান্তে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। মনে করা হচ্ছে, ২০২১-এ তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি হতে চলেছে দলের সর্ববৃহৎ সভা। প্রত্যেকবারই শহিদ দিবসের মঞ্চে থাকে নানা চমক। এবছর সেই মঞ্চে দেখা যাবে অধ্যাপকদেরও। শুক্রবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন ২১ জুলাইয়ের মঞ্চে তিনি অধ্যাপকদের আমন্ত্রণ জানাতে চান। দলের অধ্যাপক সংগঠনকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে বলেছেন। সেই তালিকা মুখ্যমন্ত্রীকে দেবেন তিনি এবং আশা করছেন মুখ্যমন্ত্রী তা অনুমোদন করবেন।

শিক্ষক/অধ্যাপকদের দু’টি তৃণমূলপন্থী সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন (ওয়েবকুপা) এবং অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এবার থেকে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্রাত্য। তিনি বলেন, রাজ্য সরকার অধ্যাপকদের সবসময় সম্মান করে। তাদের মধ্যে কোনও বিভাজন নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Shahid Dibas, #21 July

আরো দেখুন