← রাজ্য বিভাগে ফিরে যান
পুরো সিলেবাসেই হবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা, জানাল সংসদ
স্কুলে গরমের ছুটি দীর্ঘায়িত হয়েছে প্রতিকূল আবহাওয়ার জন্য। তবে, সেই কারণে এ বছর আর সিলেবাসে কোনো কাটছাঁট হবে না, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা পুরো সিলেবাসেই হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে সংসদের ওয়েবসাইটও দেখার পরামর্শ দেওয়া হয়েছে সিলেবাসের জন্য। এছাড়াও, সংসদ থেকে সিলেবাস সংক্রান্ত বইটিও সংগ্রহ করতে পারে স্কুলগুলি।
প্রসঙ্গত,শিক্ষামহলে গুঞ্জন ছিল টানা ৫৬ দিন গরমের ছুটির পরে সিলেবাসে কাটছাঁট হতে পারে। মনে করা হচ্ছিল, ২০২০-২১ শিক্ষাবর্ষ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের মতো এবারও কোপ পড়তে পারে সিলেবাসে। বিগত দু’বছর কারণ ছিল করোনা।
তবে, সংসদের এই নির্দেশে স্পষ্ট রাজ্য সরকার যে এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে।