খেলা বিভাগে ফিরে যান

#Exclusive কেন বাংলা ক্রিকেট দলের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল? শুনুন তাঁর মুখেই

July 12, 2022 | < 1 min read

শারীরিক ভাবে ধকল নিতে পারছেন না, তাই বাংলা দলের কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল। সিএবি-তে গিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে এসেছেন তিনি।

অরুণ লাল বাংলাকে রঞ্জি জিতিয়েছিলেন খেলোয়াড় হিসেবে। কিন্তু তাঁর কোচিংয়ে ২০২০ সালে বাংলা র‌ঞ্জি ফাইনাল এবং এ বার সেমিফাইনালে খেললে‍ও রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন অধরাই থেকে গেল।

অরুণ লাল যখন সিএবি-তে যান, তখন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ছিলেন না। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অরুণ। বাংলার সদ্য ‘প্রাক্তন’ কোচ মনে করেন সিএবি এখনও সরকারি ভাবে কিছু না জানালে‍ও তাঁর সিদ্ধান্তকে সম্মান দেওয়া হবে। অরুণ লাল দৃষ্টিভঙ্গিকে জানিয়েছেন, ‘‘আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শারীরিক ভাবে আমি আর পারছি না। তাই সিএবি-কে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসেবে থাকতে চাই না।’’

সিএবি-ও কোচ বদলের পক্ষেই ছিল বলে জানা যাচ্ছে। আগামী দিনে মনোজ তিওয়ারিদের দায়িত্ব নিতে কাকে দেখা যাবে এখন তা নিয়েই ময়দানে শুরু হয়েছে জল্পনা। বহু নাম শোনা গেলেও এখনও পর্যন্ত কোনওন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিএবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arun Lal, #Bengal Cricket, #CAB

আরো দেখুন