রাস্তার দুধারে রঙিন পতাকা হাতে পাহাড়বাসী, উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মমতা
রঙিন পতাকা হাতে রাস্তার দু’ধারে ভিড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানালো পাহাড়বাসী। সোমবার, দার্জিলিং সফরের প্রথম দিনে যার তাদের প্রিয় দিকে স্বাগত জানালেন তাঁদের মধ্যে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমনই অনেক সাধারণ মানুষও। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখতেই ‘দিদি-দিদি/ স্লোগান উঠল। পাহাড়বাসীর উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মমতা গাড়ি থেকেই নমস্কার জানালেন সবাইকে।
পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরএকগুচ্ছ কর্মসূচি রয়েছে । মুখ্যমন্ত্রী আসবেন জেনে পাহাড়বাসী বহুক্ষণ থেকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাঁকে অভ্যর্থনার জন্য । এদিন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা মমতাকে স্বাগত জানান পতাকা নিয়ে স্লোগান দিয়ে । কেউ ফুল নিয়ে, কেউ খাদা নিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের দেখে দাঁড়ান মমতাও। কথা বলেন তাদের সঙ্গে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জিটিএ-র নবনির্বাচিত ৪৫ জন সদস্য শপথ নেবেন দার্জিলিংয়ের ম্যালের চৌরাস্তায় ।