দেশ বিভাগে ফিরে যান

ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেল ২৪ শতাংশ, উদ্বেগ দেশজুড়ে

July 13, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ দেশজুড়ে। ২৪ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মৃতের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১৬,৯০৬ জন। বর্তমানে মোট সক্রিয় রোগী সংখ্যার ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭ জন।

এখনও পর্যন্ত করোনার কবল থেকে মুক্ত হয়েছেন দেশে ৪ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৮৭৪ জন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫,৪৪৭ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ০.৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৪৫ জন। মোট প্রাণ হারিয়েছেন সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Corona pandemic, #India Fights Corona, #Corona Virus

আরো দেখুন