রাজ্য বিভাগে ফিরে যান

এমস দুর্নীতি: চাকদহের বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

July 13, 2022 | < 1 min read

বুধবার বেলা ১২টা নাগাদ চাকদহহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে হানা দেয় সিআইডির একটি দল। কল্যাণী এমসে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। অভিযোগ পুত্রবধূ অনসূয়া ঘোষকে সামনে রেখে এমসে দুর্নীতি চালিয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক।

এদিন বঙ্কিমের হরিণঘাটার বাড়িতে হানা দেয় সিআইডি’র চার সদস্যের একটি দল। তদন্তকারীদের সঙ্গে যায় হরিণঘাটা থানার বিরাট পুলিশ বাহিনী। সংবাদসংস্থা সূত্রে খবর সে সময় বাড়ি ছিলেন না বিধায়ক।

এমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিজেপির বেশ কয়েক জন সাংসদ এবং বিধায়কের নামে থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #CID, #bankim ghosh

আরো দেখুন