উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দার্জিলিং সফর: মমতা আছেন মমতাতেই

July 13, 2022 | 2 min read

দার্জিলিং সফরের তৃতীয়দিন সকালে পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে গেলে বরাবরই তিনি সকালে পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন। রাস্তায় দাঁড়িয়ে পাহাড়ের মানুষদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন। এবারওে তার ব্যতিক্রম হল না।

May be an image of 7 people, child, people standing and outdoors

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারপর এলাকার একটি সবজি বাজারে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। সবজির দরদাম করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে তাকে রসিকতা করতেও দেখা যায়। বাজারে একটি দোকানে লাল লঙ্কা দেখে রসিকতা করে বলেন- ‘‘এই লঙ্কা এক কেজি খেতে পারলেই পুরস্কার দেব।’’ রাস্তায় খুদেদের আদর করতেও দেখা যায় তাঁকে। স্থানীয় এক শিশুকে কোলে নিয়ে ছবিও তোলেন তিনি। রাস্তায় শিশুদের হাতে চকোলেট তুলে দেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবে খুশি পাহাড়বাসী।

May be an image of 1 person, child, sitting and standing

মঙ্গলবার পাহাড়ের একটি ফুচকার দোকানে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দোকানের উদ্বোধন ছিল। তা জানতে পেরে গাড়ি থেকে নেমে গিয়ে দোকানের ফিতে কাটেন তিনি। তারপর নিজের হাতে বাচ্চাদের ফুচকা খাওয়ান, নিজেও খান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Mamata Banerjee

আরো দেখুন