রাজ্য বিভাগে ফিরে যান

ব্রিটিশ আমলেও মানুষ এত পরাধীন ছিল না, ‘অসংসদীয় শব্দ’ প্রসঙ্গে অভিষেক

July 14, 2022 | < 1 min read

বুধবার লোকসভা সচিবালয় ‘অসংসদীয় শব্দ’ সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে, কড়া ভাষায় তার সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে সেন্ট্রাল পার্কে তিনি বলেন, ‘পৈত্রিক সম্পত্তির মতো দেশ চালাচ্ছে। সংসদ ঠিক করে দেবে, সাংসদরা কী বলবে! ব্রিটিশ আমলেও মানুষ এত পরাধীন ছিল না।’

২১ জুলাই উপলক্ষে সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেক আসা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের জন্য তৈরি হচ্ছে অস্থায়ী শিবির। এই শিবিরের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখত বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে আসেন অভিষেক। সেখানে তিনি বলেন, বাংলার টাকা কেন্দ্র আটকে রাখছে। এখন সেকথা রাজ্য বিজেপিও স্বীকার করেছে!

এদিন সিবিআই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইডি, সিবিআই যে নিরোপেক্ষ আগে তার প্রমাণ দিক। ঘরে চুরি হলে নিরপত্তারক্ষীদের প্রশ্ন করেন, নাকি প্রতিবেশীকে বলেন। কোলিয়ারির দায়িত্বে তো থাকে সিআইএসএফ, যা কেন্দ্রের আওতাধীন। তাদের বলুন। আমরা আমাদের কাজ করব, সিবিআই সিবিআইয়ের কাজ করুক।’’ অভিষেক প্রশ্ন তোলেন, শুভেন্দুকে কেন ডাকছে না সিবিআই?

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Banerjee, #bjp, #tmc, #Modi Government, #unparliamentarily words

আরো দেখুন