প্রযুক্তি বিভাগে ফিরে যান

বিকেল আধা ঘন্টার মত আংশিক স্তব্ধ টুইটার, সমস্যায় অনেক ইউজাররাই

July 14, 2022 | < 1 min read

বৃহস্পতিবার বিকেল ৪:৪৫ মিনিটের পর থেকে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে যায় মাইক্রোব্লগিং সাইট টুইটার। সমস্যায় পড়েন এই সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারীরাই। কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দেশের অনেকে জায়গাতেই টুইট করতে পারছিলেন না অনেকেই। তবে অনেকেই আবার কোনও সমস্যায় পড়েন নি, এরকমই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, অনেকেরই টুইটার সাইটটি খুললেও, কিন্তু টুইট করতে পারছিলেন না। যেহেতু কিছু মানুষ টুইট করতে পাচ্ছিলেন, যাদের এই সাইট খুলছিলোনা, তাদের কেউ কেউ ভাবতে শুরু করেন, সমস্যাটা ইন্টারনেটের। সুতরাং বিভ্রান্তি ছড়ায়। তবে,জানা যাচ্ছে ৩০ মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়েছে টুইটার।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #twitter india, #Technical fault, #Social Media

আরো দেখুন