দেশ বিভাগে ফিরে যান

মুখ পুড়ল দিল্লি পুলিশের, জামিন পেলেন জুবের

July 15, 2022 | < 1 min read

অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা তথা ফ্যাক্টচেকার সাংবাদিক মহম্মদ জুবেরকে জামিন দিল দিল্লির পাতিয়ালা আদালত। ২০১৮ সালে করা একটি টুইট নিয়ে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। জুবের টুইটের মাধ্যমে প্ররোচনা ছড়াচ্ছিলেন, এই অভিযোগ তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এই মামলায় শেষমেশ জামিন পেলেন সাংবাদিক।

শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক দেবেন্দ্র কুমার জাঙ্গালা জুবেরের জামিন মঞ্জুর করেছেন। ৫০ হাজার টাকার বন্ডে জামিন জুবেরের। এদিন আদালতে জুবেরকে একটি মুচলেকাও দিতে হয়েছে। জামিন মিললেও আদালতের অনুমতি ছাড়া এখনই দেশ ছেড়ে যেতে পারবেন না জুবের।

এদিন আদালত বলে, চিন্তার অবাধ আদান-প্রদান, সীমাবদ্ধতা ছাড়াই তথ্যের প্রচার, জ্ঞানের প্রচার, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রচার, বিতর্ক এবং নিজস্ব মতামত গঠন এবং প্রকাশ করা, মুক্ত সমাজের মৌলিক সূচক। একমাত্র এই স্বাধীনতাই মানুষের পক্ষে তাদের নিজস্ব মতামতকে সঠিক ভিত্তিতে প্রণয়ন করা এবং একটি মুক্ত সমাজে তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলিকে সচেতনভাবে প্রয়োগ করা সম্ভব করে তোলে।

দিল্লি পুলিশকে তিরস্কার করে আদালত জানিয়ে দেয়, যে সিনেমার দৃশ্য জুবের পোস্ট করেছিল তাকে ভারতের সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছিল। আজ পর্যন্ত সেই দৃশ্য নিয়ে কোনও অভিযোগ ওঠেনি। হিন্দু ধর্ম উদার। এই ধর্মের দেবদেবীর নামে অনেক সংস্থার নামকরণ হয়েছে। সেই কারণে, এই দৃশ্যের ছবি পোস্ট করে জুবের কোনও আইন অমান্য করেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bail, #Mohammed zubair

আরো দেখুন