‘আইওয়াশ’ হল ‘অমৃতকাল’ – শব্দ ‘ফতোয়া’ নিয়ে মহুয়ার বুদ্ধিদীপ্ত কটাক্ষ
সংসদের বাদল অধিবেশনের আগে নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই ঝুলি থেকে নতুন বিড়াল বের করল মোদী সরকার। ১৩ জুলাই বুধবার লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে লোকসভা এবং রাজ্যসভায় সংসদীয় অধিবেশন চলাকালীন বেশ কিছু শব্দের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই শব্দ ‘ফতোয়া’ নিয়ে টিপ্পনি কেটে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বুদ্বিদীপ্ত ভঙ্গিমায় একের পর এক টুইট করে মোদী সরকারকে আক্রমণ করেছেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়া টুইটারে লেখেন, এবার থেকে ‘যৌন হেনস্থা’র বদলে ব্যবহার করা হবে ‘মিস্টার গগৈ’ শব্দটি। উল্লেখ্য, প্রধান বিচারপতি থাকাকালীন দেশের প্রাক্তণ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল।
শুক্রবার মহুয়া টুইটারে লেখেন, ‘আইওয়াশ’ অর্থাৎ ‘চোখে ধুলো দেওয়া’র পরিবর্তে তিনি এবার থেকে ব্যবহার করবেন ‘অমৃতকাল’ শব্দটি।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্র। স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত এই ২৫ বছর সময়কে ‘অমৃতকাল’ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহুয়া বোঝাতে চেয়েছেন, এই ‘অমৃতকাল’ আসলে ভাঁওতাবাজি বা আইওয়াশ।
অন্য একটি টুইটে মহুয়া লিখেছেন, ‘গোলি মারো সালোঁ কো’, ‘বুলডোজার’, ‘ঠোক দো’র মতো কয়েকটি শব্দ এখনও সংসদে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, এই শব্দগুলি বিভিন্ন সময় বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল। অসংসদীয় শব্দ নিয়ে কেন্দ্রের নির্দেশকে কটাক্ষ করে বৃহস্পতিবার মহুয়া টুইট করেছিলেন, ‘বৈঠ যাইয়ে, বৈঠ যাইয়ে… প্রেম সে বলিয়ে (বাংলায়-বসে পড়ুন, ভালবেসে বলুন)’।
তৃণমূল সাংসদ আরও লিখেছেন, ‘লোকসভা ও রাজ্যসভায় নতুন অসংসদীয় শব্দের তালিকায় সঙ্ঘিকে অন্তর্ভূক্ত করা হয়নি। আসলে কীভাবে ভারতকে ধ্বংস করছে বিজেপি, তার বর্ণনা দিতে গিয়ে বিরোধীরা যে শব্দ ব্যবহার করত, তা নিষিদ্ধ করেছে সরকার।‘’