রাজ্য বিভাগে ফিরে যান

টানা ২দিন রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজারেরও বেশি, সুস্থতার হার ৯৭.৫২ শতাংশ

July 15, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩,০৬৭ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৬৫ হাজার ৩৬০। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৫ জন।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৬৫ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৪ হাজার ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৫২ শতাংশ।

একদিনে ১৫ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৮.৯৫ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৯১ হাজার ৮৯৭ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৪৩ লক্ষ ৯৪ হাজার ৮৩৫ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Corona West Bengal, #West Bengal

আরো দেখুন