৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ, গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গ
গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই পারদ। অসহ্য দাবদাহে ত্রাহি ত্রাহি অবস্থা আমজনতার। ঝলসে যাচ্ছে ফসল, শুকিয়ে ফেটে গিয়েছে ধানখেত। প্রচণ্ড গরমে পরীক্ষা দিতে এসে দিনহাটায় মৃত্যু হয় এক কলেজ পড়ুয়ার।
এরইমাঝে স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ জুলাই থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। সেই অবস্থার বিশেষ পরিবর্তন হবে না। তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গত ১৫ দিনের চড়া রোদ আর অনাবৃষ্টির জেরে সবজিখেতও শুকিয়ে গিয়েছে। কৃষি দপ্তরের কর্তাদের আশঙ্কা, দু-তিনদিনের মধ্যে ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছোবে।