বাংলাকে দুর্বল করতে পৃথক উত্তরবঙ্গের ব্লু-প্রিন্ট প্রকাশিত RSS ঘনিষ্ট সংবাদমাধ্যমে
মোদীর প্রথম ও প্রধান টার্গেট হলেন দেশের প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সবার আগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তাই যেনতেন প্রকারে এখন বাংলাকে দুর্বল করতে চাইছে বিজেপি-আরএসএস।
এখনই নির্বাচন হলে বাংলায় দু-একটির বেশি লোকসভা আসনে সুবিধা করতে পারবে না, বিজেপির শীর্ষ নেতৃত্বও তা জানেন। তাই বিজেপি এখন বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা নিয়েছে।
আগামী লোকসভা নির্বাচনের আগেই বাংলা ভাগের ছক কষতে শুরু করে দিয়েছে বিজেপি। উত্তরবঙ্গককে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার পুরনো ফর্মুলা নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়ছে মোদীর দল। সম্প্রতি আরএসএস ঘনিষ্ট পত্রিকা ‘স্বরাজ্য’-তে রাজ্যকে টুকরো করার ব্লু-প্রিন্ট প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, পত্রিকাটির সম্পাদকমণ্ডলীতে প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত আছেন।
বাংলাকে দু-টুকরো করে, উত্তরবঙ্গকে লাদাখ বা কাশ্মীরের ধাঁচে কেন্দ্রের শাসনাধীনে নিয়ে আসার কৌশল নিয়েছে আরএসএস। ছোট রাজ্যগুলি যত দুর্বল হবে, ততই কেন্দ্র-নির্ভরতা বাড়বে। ফলে মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে তারা আর মুখ খুলতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বিজেপি এই কৌশল কতটা বাস্তবায়িত হবে তা, নিয়ে যথেষ্ট সন্ধিহান রাজনৈতিক মহল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মোদী-শাহ জুটি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও বাংলা দখল করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতায় থেমে গিয়েছিল মোদী-শাহের রথের চাকা।