রাজ্য বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশ, রাজস্থানকে পিছনে ফেলে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ায় এগিয়ে বাংলা

July 16, 2022 | < 1 min read

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যকে পিছনে ফেলে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে বাংলা। মোদী সরকারের জলশক্তি মন্ত্রকের মন্ত্রী তথা যোধপুরের সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াতের রাজস্থান বা বিজেপির গর্বের উত্তরপ্রদেশকে পিছনে ফেলে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়ার নিরিখে বাংলাই এগিয়ে।

তথ্য-পরিসংখ্যান বলছে, জলস্বপ্ন প্রকল্পের আওতায় বাংলায় এখনও পর্যন্ত ৪৪ লক্ষ ৩২ হাজার ২৯৩ টি বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়েছে রাজ্য। অর্থাৎ রাজ্যের প্রায় ২৭.৬৮ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে। সেখানে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের ১৪.৭৬ শতাংশ, প্রায় ৩৮ লক্ষ ৯৯ হাজার ৯৪৭ বাড়িতে পানীয় জলের সংযোগ গিয়েছে। গোটা দেশের মধ্যে যা সর্বনিম্ন। অন্যদিকে রাজস্থানের ২৫.৭৭ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছেছে। 

কেবল জলের সংযোগের নিরিখেই নয়, পানীয় জলের বিশুদ্ধতার মান পরীক্ষার জন্যে বাংলায় রেকর্ড সংখ্যক ল্যাবরেটরি রয়েছে। রাজ্যে বর্তমানে পানীয় জলের গুণগতমান পরীক্ষার জন্য ২২০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় ১৩৮টিই এনএবিএল অনুমোদিত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কেবলমাত্র একটিই অনুমোদিত পানীয় জলের গুণমান পরীক্ষা করার ল্যাবরেটরি রয়েছে। দেশের অন্যতম বড় ও জনবহুল রাজ্যে মোটে একটি পানীয় জল পরীক্ষা কেন্দ্র! সংখ্যাটা শঙ্কার! আর মোদীর রাজ্য গুজরাতে তার সংখ্যা মাত্র ৭৪টি। রাজ্যের কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে বাংলার প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করবেন বলেই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #water, #drinking water

আরো দেখুন