ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, টানা ৩দিন আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গন্ডি
টানা তিনদিন দেশের করোনা সংক্রমণের ছাড়াল ২০ হাজারের গণ্ডি। সেই সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যাও। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর অবস্থাও উদ্বেগজনক। চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দেশবাসী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৮০ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.৩২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৬০ জন। একদিনে করোনায় মৃত ৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৬৩ হাজার ৬৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩০১ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।