বাবরি কাণ্ডে উমা, আডবাণীদের বিরুদ্ধে নতুন মামলা
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্কের অবসান ঘটেছে। অযোধ্যায় (Ayoddhya) বিতর্কিত জমিতে তৈরি হচ্ছে রামমন্দির। এরই মধ্যে আবার নতুন করে শিরোনামে উঠে এল বাবরি কাণ্ড। বেকসুর খালাস পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করেছেন দুই ব্যক্তি।
সূত্রের খবর, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, সাধ্বী ঋতম্ভরা, উমা ভারতী-সহ মোট ৩২ জনের বিরুদ্ধে ‘রিট’ পিটিশন দায়ের করা হয়েছে। মামলাকারীদের দাবি, সবাই জানে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। তাই যে প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বেকসুর খালাস করা হয়েছে, সেটা যুক্তিহীন। এই মামলার সব সাক্ষ্যপ্রমাণ ফের খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। সূত্রের খবর, মামলাটি ছয় মাস আগে দায়ের করা হয়েছিল। তারই শুনানি হবে সোমবার।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বাবরি মামলায় রায়দান করে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। এই মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালত।