দেশ বিভাগে ফিরে যান

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা

July 17, 2022 | < 1 min read

আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হচ্ছেন প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা। তিনি বর্তমানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। অতীতে রাজ্যসভা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মার্গারেট। এর পাশাপাশি গোয়া, গুজরাত, উত্তরাখণ্ড ও রাজস্থানের রাজ্যপালও ছিলেন তিনি।

আজ শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী দলগুলির বৈঠকের পর মার্গারেট আলভার নাম ঘোষণা করেন প্রবীণ এনসিপি নেতা। উল্লেখযোগ্যভাবে আজকের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল। আগামী ২১ জুলাই দলের সাংসদদের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে দল।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বিরোধী শিবিরের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মার্গারেট আলভা। তিনি লেখেন, এই মনোনয়ন পেয়ে তিনি গর্বিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition, #Vice President of India, #Margaret Alva

আরো দেখুন