দেশ বিভাগে ফিরে যান

স্বাধীনতা দিবসে ছুটি নয়, আজব ফতোয়া যোগী রাজ্যে

July 17, 2022 | < 1 min read

৭৫তম স্বাধীনতা দিবসে কোনও ছুটি নয়। স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান-সহ খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস-কাছারিও। এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। অর্থাৎ এবার ১৫ আগস্টে সকলকে অন্যান্য দিনের মতোই হাজির থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে।

উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি এস মিশ্র জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি জেলায়। সাধারণত এই সাফাই অভিযান প্রতিবার দীপাবলির সময় আয়োজিত হয়। কিন্তু এবার এই অভিযানকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই লক্ষ্য।

অন্যান্যবারের মতো স্কুল-কলেজ-অফিসে রুটিনমাফিক জাতীয় পতাকা উত্তোলন কিংবা সামান্য অনুষ্ঠান করে দিনটি উদযাপন করা চলবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলকে হাজির থাকতে হবে নিজ-নিজ প্রতিষ্ঠানে। অংশ নিতে হবে স্বাধীনতা দিবস উদযাপনে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে এমন সমস্ত এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহভর নানা কর্মসূচি থাকছে। স্বাধীনতা দিবসকে শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ রাখা যাবে না। মানুষকে অনুষ্ঠানে অংশ নিতে হবে’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Independence Day

আরো দেখুন