দেশ বিভাগে ফিরে যান

এবার মোদী সরকারকে নিশানা করলেন দেশের প্রধান বিচারপতি!

July 17, 2022 | < 1 min read

কেন্দ্রীয় আইন মন্ত্রীর সামনেই দেশের বিচার ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। জয়পুরে অনুষ্ঠিত ১৮তম অল ইন্ডিয়া লিগাল সার্ভিস মিটে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি এনভি রামানা এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু।

এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায়, প্রক্রিয়াটি হল শাস্তি। তাড়াহুড়ো করে নির্বিচারে গ্রেপ্তার থেকে শুরু করে জামিন পেতে অসুবিধা পর্যন্ত, বিচারাধীন ব্যক্তিদের দীর্ঘকাল কারাগারে থাকতে হয়। এই প্রক্রিয়ার দিকে তাই জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন।’

কেন্দ্রীয় সরকার যাতে জামিনের আইন নিয়ে নতুন বিধির কথা ভাবে ও অপরাধীদের সুবিচারের দিকটি বিবেচনা করে তা নিয়ে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর প্রধান বিচারপতির এদিনের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এমন একটি গুরুতর সমস্যা হল আমাদের কারাগারে বিচারাধীন বন্দির জনসংখ্যা। ভারতে ১৩৭৮টি কারাগারে ৬.১০ লাখ বন্দির মধ্যে প্রায় ৮০ শতাংশই বিচারাধীন বন্দি।’

কেন্দ্রীয় আইন মন্ত্রীর উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগীয় শূণ্যপদ এবং বিচার বিভাগীয় শূণ্যপদ পূরণের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #CJI NV Ramana, #Undertrial, #Judiciary

আরো দেখুন