খেলা বিভাগে ফিরে যান

ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং চিন্তায় রেখেছে কোচ রাহুল দ্রাবিড়কে

July 17, 2022 | < 1 min read

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলার সুবর্ণ সুযোগ হারিয়েছে ভারতীয় দল। লর্ডসে আড়াইশোরও কম রান তারা করতে নেমে মুখ থুবড়ে পড়তে হয়েছে রোহিত বাহিনীকে। ১০০ রানের ব্যবধানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং চিন্তায় রেখেছে কোচ রাহুল দ্রাবিড়কে। পাশাপাশি গত ম্যাচ জিতে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়। ফলে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ, সকালের স্যাঁতস্যাঁতে কন্ডিশন সুইং ও সিমের পক্ষে বেশি সহায়ক। তাই টসে জিতে ফিল্ডিং নিলে বাড়তি সুবিধা মিলবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম দুটি ম্যাচে টসে জেতেন রোহিত শর্মা। এবারও সেই ধারা বজায় থাকলে নিশ্চিতভাবেই শুরুতে বুমরাহ-সামির হাতে নতুন বল তুলে দেবেন তিনি।

ভারতীয় দলের সবচেয়ে বড় উদ্বেগের কারণ, কোহলির লাগাতার অফ-ফর্ম। লর্ডসেও অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। শুরুতে দুরন্ত কয়েকটা শট নিলেও পুরনো রোগেরই শিকার হয়েছেন কোহলি। শিখর ধাওয়ানকে নিয়েও রাহুল দ্রাবিড়ের দুশ্চিন্তা রয়েছে। ৩৭ বছর বয়সি বাঁহাতি ওপেনারের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স মোটেই চোখে টানার মতো নয়। চিন্তায় রেখেছে ভারতের লোয়ার অর্ডারও। তাই অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে রবিবার খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ইংল্যান্ড সমতা ফেরানোর পর সিরিজটিই জিততে চাইবেন। দেশের মাটিতে ভারতকে শেষ ম্যাচে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত বাটলারের দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #Rahul Dravid, #India, #Cricket

আরো দেখুন