দেশ বিভাগে ফিরে যান

দশম শ্রেণির ফল ঘোষণা ICSE-র, প্রথম তিন স্থানে বাংলার ১৭ পড়ুয়া

July 17, 2022 | < 1 min read

ঘোষিত হল এবছরের দশম শ্রেণির ICSE বোর্ড পরীক্ষার ফল। রবিবার ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE)। মোট ৫০০ নম্বরে ৪৯৯ নম্বর পেয়ে দেশে প্রথম হয়েছেন চার জন। পাশের হার ৯৯.৮০ শতাংশ।

৫০০ নম্বরে ৪৯৮ পেয়ে রাজ্য থেকে প্রথম, গোটা দেশে দ্বিতীয় হয়েছে ন’জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এ রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার। এ রাজ্যের ১৭ জন পড়ুয়া মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে। কলকাতায় প্রথম এবং দেশে দ্বিতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের মহম্মদ মাসুদ ইকবাল।

পশ্চিমবঙ্গ থেকে এই বছর ICSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICSE, #Icse results, #Icse results 2022

আরো দেখুন