রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় বাঘের সংখ্যা ৯৬ থেকে বেড়ে ১৩৪, নতুন প্রকল্পের ভাবনা রাজ্যের

July 17, 2022 | 2 min read

বাংলায় বাড়ছে বাঘের সংখ্যা। ৯৬ থেকে এক ধাক্কায় ১৩৪! সুন্দরবনে উল্কা গতিতে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগারদের বংশবৃদ্ধির ঘটনা৷ এই পরিসংখ্যা তারই৷ স্বভাবতই, বাঘ বৃদ্ধির সংবাদে বেজায় খুশি বন দপ্তর৷ জানা গিয়েছে, বাঘের বিচরণ ক্ষেত্রের বৃদ্ধি ঘটাতে এবারে সুন্দরবনের এলাকা বৃদ্ধির পাশাপাশি নজরদারি আরও বাড়ানো হচ্ছে৷ বস্তুত, অধিকাংশ বাঘই রয়েছে সুন্দরবনের ওয়েস্ট ডিভিশনে। তাই এই ডিভিশনকে আরও বাড়তি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

সুন্দরবনে বাঘ বৃদ্ধির খবর জানিয়ে বনমন্ত্রী বলেন, ‘‘সাম্প্রতিক অতীতে সুন্দরবনে একাধিকবাড় বাঘে-মানুষে লড়াইয়ের ঘটনা সামনে এসেছে৷ তারই মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বর্তমানে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা৷ তাই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকাকে বাড়িয়ে আরও রেঞ্জ ও বিট এলাকায় ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।”

তবে মানুষের সঙ্গে বাঘের সংঘাত এড়াতে আগামীদিনে আরও একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘সুন্দরবনের সীমানায় স্টিল ফেন্সিং আরও বেশি পরিমাণে করা হবে৷ বাকি অন্যান্য দিকগুলিতেও আমরা বাড়তি নজর দিচ্ছি, যাতে আগামীদিনে বাঘে-মানুষে সংঘাতের ঘটনা না ঘটে৷’’

বন দপ্তর সূত্রের খবর, সুন্দরবনের ওয়েস্ট ডিভিশনকে আরও দু’টি রেঞ্জে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ একই সঙ্গে নতুনভাবে হওয়া দু’টি রেঞ্জকে মোট ছ’টি বিটে ভাগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ মাতলা রেঞ্জের অধীনে থাকা ঝড়খালি বিটকে আলাদা রেঞ্জ করে তাকে হেরোভাঙা, কুলতলি, নলগোড়া – এই ৩টি বিটে ভাগ করা হচ্ছে৷ অন্যদিকে, রায়দিঘি রেঞ্জের অধীনে থাকা কলস বিটকে আলাদা রেঞ্জের তকমা দিতে চেয়ে কলস আর চুলকাঠি – এই দু’টি ক্যাম্পে ভাগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷

সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিসভায় এই প্রস্তাব পাস হলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকা আরও বাড়বে। তাতে যুক্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনার ফরেস্ট ডিভিশনের বেশ কিছুটা অংশ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tiger

আরো দেখুন