ইস্তফা দিলেন ধনখড়, বাংলার অতিরিক্ত দায়িত্ব মণিপুরের রাজ্যপালের হাতে
July 18, 2022 | < 1min read
বাংলার রাজ্যপাল হিসাবে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শনিবারই জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তিনি। এদিন ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন তিনি। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপাল হচ্ছেন লা গণেশন। তিনি মণিপুরের রাজ্যপালের পদে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে বাংলার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। গণেশনকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফেসবুকে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গণেশনকে (La. Ganesan) অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করব আমরা।’
আজ, সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন ধনখড়।