রাজ্য বিভাগে ফিরে যান

জেলার হাটবাজারগুলির স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী নবান্ন

July 18, 2022 | < 1 min read

লক্ষ্য জেলার হাটবাজারগুলির পরিকাঠামোর উন্নয়ন। পর্যাপ্ত পানীয় জল, শৌচাগার, মাল পরিবহণের ব্যবস্থা, যাতে বিক্রিবাটা ভাল হয় তার ব্যবস্থা করতে উদ্যোগ নিল নবান্ন।

এ রাজ্যে কত হাটবাজার রয়েছে, হাটের পরিসর, পরিকাঠামো, ক্রেতা বিক্রেতা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড থেকে দূরত্ব-সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প বিকাশ দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে।

দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, বাজার, হাট তো আছেই। কুটিরশিল্পের সম্প্রসারণে কর্মতীর্থগুলির উন্নতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। হাটবাজারগুলিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচুর সামগ্রী কেনাবেচা হয়। কিন্তু হাটবাজারের উন্নয়নের প্রশ্নে অনেক সময়ই স্থানীয় প্রশাসনের মধ্যে ঠেলাঠেলি হয়। এবার সেই সমস্যা দূর হবে। যেখানে হাটবাজার নেই সেখানে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে নতুন হাট বা বাজার তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #Bazar, #development, #markets, #Health condition

আরো দেখুন