স্বস্তি দিয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা
টানা চারদিন পর নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ প্রায় ১৭ হাজার। যদিও বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করছেন দেশের চিকিৎসক মহল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৬.৪৮ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.৩৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ২৬৪ জন। একদিনে করোনায় মৃত ৫১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭৬০ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ৫১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।