বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত কিংবদন্তী গজল গায়ক ভূপিন্দর সিং

July 18, 2022 | < 1 min read

৮১ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি গজল শিল্পী ভূপেন্দর সিংহ। কোলন ক্যান্সার আক্রান্ত শিল্পী আক্রান্ত হয়েছিলেন করোনায়। তিনি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। সোমবার তার স্ত্রী মিতালী মুখোপাধ্যায় প্রখ্যাত গজল শিল্পীর মৃত্যুর প্রকাশ করেন।

পঞ্জাবের পাতিয়ালায় ১৯৪০ সালে জন্ম ভূপেন্দর সিংহের। মূত্রথলিতে সংক্রমণ নিয়ে দিন দশেক আগে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপেন্দর সিংহ। সেখানেই তাঁর করোনা ধরা পরে। সেই থেকেই তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যে ৭.৪৫ নাগাদ তাঁর মৃত্যু হয়।

প্রায় পাঁচ দশক ধরে তাঁর দীর্ঘ সঙ্গীত জীবন। যাঁদের সঙ্গে তিনি গান গেয়েছেন, তার মধ্যে রয়েছেন রয়েছেন লতা মঙ্গেশকর, মহম্মদ রফি, বাপ্পি লাহিড়ী, আশা ভোঁসলেএবং আরও অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Passed away, #Singer, #Bhupinder Singh

আরো দেখুন