← দেশ বিভাগে ফিরে যান
মোদী সরকারের জমানায় গত ৮ বছরে ভারতীয় টাকার দাম পড়েছে ২৫ শতাংশ
১৮ জুলাই বাদল অধিবেশনের শুরুর দিনেই লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে মোদী সরকার জানাল, গত ৮ বছরে ভারতীয় টাকার দাম পড়েছে ২৫ শতাংশ। ২০১৪ সালে ভারতীয় মুদ্রায় এক মার্কিন ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০২২ সালে সেই দাম বেড়েছে অন্তত ১৬ টাকা ৮ পয়সা। চলতি বছরের ১১ জুলাই এক ডলারের দাম বেড়ে হয়েছে ৭৯ টাকা ৪১ পয়সা।
এই তথ্য সামনে আসতেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্র অবশ্য দাবি করছে, ভারতীয় মুদ্রার দাম কমছে আন্তর্জাতিক বাজারের প্রভাবে। মার্কিন ফেডারেল ব্যাঙ্ক সুদ বাড়িয়েছে। তার ফলে বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত টাকা তুলে নিয়েছে ভারতীয় শেয়ার বাজার থেকে। ভারতীয় মুদ্রা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে, তাই নাক কমছে টাকার দাম ।